রবিবার ৭ জুলাই ২০২৪ - ২৩:১৪
হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী জাইদী কিবলা

হাওজা / কাসরে আব্বাস ( আ.) ইমাম বাড়িতে আইয়ামে আযার প্রথম মজলিস অনুষ্ঠিত হয়।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, প্রতি বছরের ন্যায় কাসরে আব্বাস ( আ.) ইমাম বাড়িতে মহরম মাসের মজলিস অনুষ্ঠিত হবে। চাদ রাত হতে ৬ মহরম পর্যন্ত বক্তব্য রাখবেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী জাইদী কিবলা।

সার্বিক ব্যবস্থাপনা: হোসাইনী মিশন ও আঞ্জুমানে কাসরে আব্বাস আ. এর সদস্যবৃন্দ

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha